রহমত নিউজ 26 April, 2025 11:46 AM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলাান মুজিবুর রহমান হামিদী বলেছেন, কুরআন সুন্নাহ বিরোধী কোনো নীতিমালা এ দেশের জনগণ মেনে নেবে না। এই জনপদের মুসলমানরা কুরআন সুন্নাহর প্রতিটি ধারা মেনে চলার জন্য প্রয়োজনে রক্ত দিতেও প্রস্তুত আছে।
শুক্রবার (২৫ এপ্রিল) লালবাগ কেল্লার মোড়স্থ বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর শাখার আয়োজিত “ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুনদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুজিবুর রহমান হামিদী আরো বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিনিধিগণ এদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করেনা। তারা বিদেশী এজেন্ডা বাস্তবায়নে কাজ করা এনজিও’দের প্রতিনিধিত্ব করে। তারা এদেশের নারী সমাজের মূল্যবোধের সাথেও পরিচিত নন। তাহলে তারা কিসের ভিত্তিতে নারী বিষয়ক সংস্কার কমিশনে স্থান পায় তা বোধগম্য নয়। নারী কমিশনের প্রস্তাবে নারী যৌনকর্মীদের শ্রমিকের স্বীকৃতির প্রস্তাব করেছে। কমিশনকে প্রশ্ন করে তিনি বলেন, নারী কমিশনের প্রতিনিধিগণ এবং তাদের সন্তানাদি কি এই ঘৃণ্য পেশায় নিয়োজিত। নতুবা তারা দেশের মানুষের জন্য এমন হারাম কাজের স্বীকৃতি চাইতে পারেনা। তরুণদের এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি।
খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগর সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালণায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোঃ মোফাচ্ছির হোসাইন, খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসাইন, প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলা এবং ঢাকা মহানগর নেতা মোঃ সাদ, মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
পৃথিবীতে সমতা প্রতিষ্ঠার আলোচনায় মোফাচ্ছির হোসাইন বলেন, ইসলাম মানুষের মধ্যে সকল প্রকার বৈষম্য যেমন ধর্ম বৈষম্য, লিঙ্গ বৈষম্য অনেক আগেই দূর করে দিয়েছে। বর্তমান পৃথিবীতে সমতা প্রতিষ্ঠা করতে; মানুষের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী ব্যবস্থা ছাড়া অন্য কোনো উপায়ে তা সম্ভব নয়। এজন্য ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী আইন কানুন চালাতে পারলেই কেবল মানুষকে তার মর্যাদামাফিক প্রাপ্য অধিকার দেওয়া সম্ভব।